আঙ্কলা (উত্তর কন্নড়), ৩ মে (হি.স.): বিরোধীদের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বুধবার কর্ণাটকের উত্তর কন্নড় জেলার আঙ্কলায় একটি নির্বাচনী জনসভা থেকে মোদী বলেছেন, “বিরোধীরা শুধুমাত্র ‘গালিগালাজের রাজনীতি’ জানে, আমাদের পরাজিত করতে পারে না তাই শুধু গালি দেয়। প্রধানমন্ত্রীর কথায়, কর্ণাটকের জনগণ অপব্যবহারের রাজনীতিকে প্রত্যাখ্যান করেন এবং আমাকে গালি দেওয়ার জন্য কংগ্রেসকে একটি উচিত শিক্ষা দেবেন সমস্ত ভোটাররা।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দেশের মধ্যে কর্ণাটককে এক নম্বর করতে হবে আমাদের, আর তা করতে গিয়ে ঠিক কী ভূমিকা রাখবেন? এটা আপনার ভোট! বিজেপিকেই আপনার ভোট! প্রধানমন্ত্রী দাবি করেছেন, “কংগ্রেস-জেডিএস সরকারের আমলে কর্ণাটকে প্রায় ৩০,০০০ কোটি টাকা এফডিআই আসত। কিন্তু তিন বছরে আমরা যা এফডিআই পেয়েছি, তা বার্ষিক তিন গুণ বেড়ে ৯০ হাজার কোটি টাকা হয়েছে। এমনটা হয়েছে, কারণ বিজেপি সরকারের প্রথম অগ্রাধিকার কর্ণাটকের উন্নয়ন।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কংগ্রেস আদিবাসীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে এবং আদিবাসীদের সুবিধা থেকে বঞ্চিত করেছে। কংগ্রেস নিজস্ব সরকারের আমলে আদিবাসী নেতৃত্বকেও এগিয়ে আসতে দেয়নি। এই কারণেই এখন গোটা দেশের আদিবাসী সমাজ কংগ্রেসকে উচিত শিক্ষা দিতে বদ্ধপরিকর।”