ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।।
রীতেশ দাসের বিধ্বংসী বোলিং। আর এতেই ভেঙ্গে পড়লো বামপুর প্লে সেন্টার। সহজেই জয় পেলো ব্রাইট ডায়মন্ড ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে বুধবার ব্রাইট ডায়মন্ড ক্লাব ৮ উইকেটে পরাজিত করে বামপুর প্লে সেন্টারকে। সকালে প্রথমে ব্যাট নিয়ে বামপুরের গড়া মাত্র ৪৬ রানের জবাবে ব্রাইট ডায়মন্ড ক্লাব ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের রীতেশ দাস ৪ উইকেট পেয়েছেন। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় রীতেশ কে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপক্ষের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে মুখথুবড়ে পড়ে যান বামপুর প্লে সেন্টারের ক্রিকেটাররা।দল ১৪.৩ ওভার ব্যাট করে মাত্র ৪৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দেবজিৎ পাল ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ব্রাইট ডায়মন্ড ক্লাবের পক্ষে রীতেশ দাস (৪/১৮),কমল দেব (২/২) এবং আবীর কর্মকার (২/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩৭ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্রাইট ডায়মন্ড ক্লাব। দলের পক্ষে ইমন হুসেন ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। বামপুর প্লে সেন্টারের পক্ষে দেবজিৎ পাল (২/২৮) সফল বোলার।