এবার রায়গঞ্জ, অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি

রায়গঞ্জ, ১ মে (হি. স.) : কোচবিহার, জলপাইগুড়ির পর এবার রায়গঞ্জে নবজোয়ারে বিশৃঙ্খলা। অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে তৃণমূলের মধ্যেই কাড়াকাড়ি।

এর আগে কোচবিহারের সাহেবগঞ্জ, জলপাইগুড়ির রাজগঞ্জ, উত্তর দিনাজপুরের করণদিঘিতে একইরকম ছবি ধরা পড়েছিল। সোমবারের ঘটনার পর তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। সূত্রেরখবর, বিভিন্ন জায়গায় তাঁর দলেরই অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিকর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

রাজনৈতিক মহলের দাবি, সেই পরিস্থিতি ফের নতুন করে ভাবিয়ে তুলেছে রাজ্যের শাসকদলকে ৷ মুখে যাই বলুন, গ্রামে গ্রামে জনসংযোগ যাত্রায় প্রার্থী বাছাইয়ের ভোট ঘিরেই যা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দুশ্চিন্তা বেড়েছে অভিষেকেরও ৷ আর সেকারণেই ঘন ঘন বদলাচ্ছে তাঁর কর্মসূচি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তাঁর জনসভা স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর ৷ ফলে মঙ্গলবার তিনটির বদলে দক্ষিণ দিনাজপুরে দুটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যয় ৷ প্রসঙ্গত, জনসংযোগ যাত্রা’য় নেমে ‘গ্রামবাংলার মতামত’ নিয়ে আমজনতার মন বুঝতে টানা ২ মাস জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি রয়েছেন উত্তর দিনাজপুর জেলায়। সোমবার করণদিঘিতে জনসভার পর তিনি চলে আসেন রায়গঞ্জে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *