রাজস্থানের হনুমানগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের, আহত সমসংখ্যক যাত্রী

জয়পুর, ১ মে (হি.স.): রাজস্থানের হনুমানগড় জেলায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহতও হয়েছেন ৫ জন। পুলিশ সোমবার সকালে জানিয়েছে, রবিবার রাতে রাজস্থানের হনুমানগড় জেলায় দু’টি গাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারানোর পর, গাছের সঙ্গে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন এবং আহতও হয়েছেন ৫ জন।

রবিবার রাতে হনুমানগড় জেলার ভিরানি থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে, হতাহতরা হরিয়ানা থেকে গোগামেডি মন্দিরে যাচ্ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার সুরেশ জাঙ্গিদ বলেছেন, রাস্তায় বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *