বাণিজ্যিক গ্যাসের দামে বড় পরিবর্তন, একধাক্কায় অনেকটাই সস্তা ১৯ কেজি সিলিন্ডার

নয়াদিল্লি, ১ মে (হি.স.): মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দামে বড়সড় পরিবর্তন ঘটল। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় ১৭১.৫০ টাকা কমিয়েছে তেল কোম্পানিগুলি। সোমবার থেকে কার্যকর হয়েছে নতুন এই বাণিজ্যিক গ্যাসের দাম। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও, গার্হস্থ্য গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।

দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৮৫৬.৫০ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮০৮.৫০ টাকা, কলকাতায় এই দাম ১৯৬০.৫০ টাকা ও চেন্নাইতে এই দাম ২০২১.৫০ টাকা হয়েছে৷ যদিও ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। গত মাসেও কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম, তেল সংস্থাগুলির তরফে ৮৯.৫০ পয়সা কমানো হয়েছিল গ্যাসের দাম। মে মাসের শুরুতেই ফের স্বস্তি পেলেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *