এমবিই সম্মানে সম্মানিত ভারতীয় বিদ্যা ভবন ইংল্যান্ডের প্রধান ড. নন্দকুমার

লন্ডন, ২৮ এপ্রিল (হি. স.) : বিখ্যাত সংস্কৃত পণ্ডিত এবং লন্ডনের ভারতীয় বিদ্যা ভবন কেন্দ্রের নির্বাহী পরিচালক, ডক্টর এম এন নন্দকুমারকে ভারতীয় ধ্রুপদীর ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ‘মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ (এমবিই) ভূষিত করলেন রাজা তৃতীয় চার্লস । শিল্প জনজীবনে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ব্রিটিশ রাজা এই পুরস্কার প্রদান করেন।

ডঃ নন্দকুমার, প্রায় ৪৬ বছর ধরে ভারতীয় বিদ্যা ভবন কেন্দ্রের সাথে যুক্ত, কর্ণাটকের মাত্তুর গ্রামের বাসিন্দা। এমবিই পেয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, তিনি আরও খুশি যে এর মাধ্যমে ভারতীয় শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে ভারতীয় বিদ্যা ভবন কেন্দ্রের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।