সিমলা, ২৭ এপ্রিল (হি. স.) : সিমলার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল আইজিএমসির নতুন ভবনে বৃহস্পতিবার সকালে আগুন লাগে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কয়েকদিন আগেই এই ভবনের উদ্বোধন করেছেন।
নতুন ভবনের উপরের তলায় ডাক্তারদের অফিসে আগুন লেগেছে। ওই ভবেনর নিচের তলায় রয়েছে ওপিডি বিভাগ। তথ্য অনুযায়ী, ওপিডি ভবনের উপরের তলায় অবস্থিত ক্যান্টিনে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। আইজিএমসির সিনিয়র মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডক্টর রাহুল রাও বলেন, আগুনে পুড়ে যাওয়া বিল্ডিংটি খালি করা হচ্ছে। দমকল ব্রিগেডের কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত।আগুনের কারণে পুরো ভবন থেকে কালো ধোঁয়া উঠছে। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে ধাক্কাধাক্কি হয়। তাড়াহুড়ো করে ভবন থেকে কর্মচারী, রোগী ও অন্যান্য লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় প্রাণহানির কোনো খবর এখনও পাওয়া যায়নি।