মালদার স্কুলে বন্দুক নিয়ে হামলার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার

বাঁকুড়া, ২৬ এপ্রিল (হি. স.) : মালদার স্কুলে বন্দুক ও এ্যসিড বোতল নিয়ে হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে রাজ্য সরকারকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন রাজ্যে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নেই বলেই এরকম ঘটনা ঘটছে।এই ঘটনা আমরা আমেরিকার মতো দেশে দেখেছি।

এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, স্কুলে হামলাকারী ভদ্রলোকের স্ত্রীকে জবরদস্তি তৃণমূলে যোগদান করানো হয়েছে, স্ত্রী পুত্রকে বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে ভদ্রলোক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি বলেন কোনও পারিবারিক ক্ষেত্রেই জোরজবরদস্তি করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।