অপারেশন কাবেরী : পোর্ট সুদান থেকে উদ্ধার আরও ২৫০ জন

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): অপারেশন কাবেরীর আওতায় সংঘর্ষ বিধ্বস্ত সুদানে আটকে পড়া ভারতীয়দের অপর একটি দল বুধবার সেই দেশ থেকে রওনা দিয়েছে। ভারতীয় বায়ুসেনার দু”টি সি-১৩০ জে বিমানে ২৫০ জনেরও বেশি ভারতীয়দের নিয়ে আসা হচ্ছে।

পোর্ট সুদান থেকে ২৫০ জনের এই দলটি সুদান থেকে সৌদি আরবের জেড্ডা অভিমুখে যাত্রা শুরু করেছে। ২৫০ জনের মধ্যে শিশুও রয়েছে।