শিলচর (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : অসম প্রদেশ বিজেপি-র নির্দেশে প্রত্যেক মণ্ডলে প্রধানমন্ত্রীর শততম মন কি বাত অনুষ্ঠানকে জাঁকজমকভাবে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে গোটা রাজ্যে। এরই সাথে সংগতি রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শততম মন কি বাত সাড়ম্বরে উদযাপন করা হবে কাটিগড়া মণ্ডলের অধীন দশটি গ্রাম পঞ্চায়েত (জিপি)–এর বিভিন্ন বুথেও।
এ উপলক্ষ্যে আজ বুধবার কাটিগড়া মণ্ডলের অধীন ১০টি জিপির ৮৯টি বুথের কার্যকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন কাতিরাইলে অবস্থিত মণ্ডল কার্যালয়ে দু দফায় পাঁচটি জিপি করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার উদ্যেশ্য ও বিষয় নিয়ে আলোকপাত করেন মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব ওরফে বাবলা ও মণ্ডল প্রভারি গোপাল রায়।

