কোচি, ২৬ এপ্রিল (হি.স.): কোচি ওয়াটার মেট্রোর বাণিজ্যিক যাত্রার সূচনা হয়ে গিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচি ওয়াটার মেট্রোর যাত্রার সূচনা করেছিলেন, আর বুধবার সকাল থেকেই কোচি ওয়াটার মেট্রোর বাণিজ্যিক যাত্রা শুরু হয়ে গিয়েছে।ব্যাটারি চালিত এই ওয়াটার মেট্রো ১০টি দ্বীপকে সংযুক্ত করবে। দেশে এই প্রথম জলপথে মেট্রো চলাচল শুরু হয়েছে। কোচির বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের কাছেও নয়া আকর্ষণ হতে পারে এই পরিবহণ ব্যবস্থা। নামে মেট্রো হলেও আদতে এটি একটি ব্যাটারিচালিত বোট।
2023-04-26

