তদন্তে অসহযোগিতার অভিযোগে গরু পাচার মামলায় গ্রেফতার কেষ্ট-কন্যা সুকন্যা

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি. স.) : গরু পাচার মামলায় গ্রেফতার কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল । বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। সুকন্যাকে দীর্ঘ জেরার পর গ্রেফতার করে ইডি।

গোরুপাচার মামলায় এদিন তাকে দিল্লিতে তলব করেছিল ইডি। বেশ কিছু বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তাঁর থেকে কোনও সদুত্তর পাননি। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়। এর আগেও অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে একাধিকবার তলব করা হয়েছিল দিল্লিতে ইডির অফিসে। কিন্তু বারংবার হাজিরা এড়িয়েছেন তিনি। শেষ পর্যন্ত বুধবার ইডির তদন্তকারী অফিসাররা এদিন গ্রেফতার করলেন সুকন্যাকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের ৮ মাসের মাথায় গ্রেফতার হলেন কেষ্টকন্যা।