বৈচিত্র্য, বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করার দেশ হল ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): বৈচিত্র্য, বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করার দেশ হল ভারত। সৌরাষ্ট্র- তামিল সঙ্গম অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেছেন, ভারত এমন একটি দেশ যা বৈচিত্র্যকে উদযাপন করে; আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং রীতিনীতি উদযাপন করি। আমাদের দেশ নিজস্ব বিশ্বাস থেকে আধ্যাত্মিকতা থেকে বৈচিত্র্যকে ধারণ করে এবং উদযাপন করে! এমনই আমাদের দেশের সৌন্দর্য।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, এখন আমাদের কাছে ২০৪৭ সালের ভারতের লক্ষ্য রয়েছে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে পথে এমন শক্তি থাকবে যারা আমাদের ভেঙে ফেলার চেষ্টা করবে এবং যারা আমাদের বিভ্রান্ত করবে। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও উদ্ভাবনের ক্ষমতা রয়েছে ভারতের। সৌরাষ্ট্র ও তামিলনাড়ুর যৌথ ইতিহাস আমাদের এই নিশ্চয়তা প্রদান করে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই সময়ে যখন আমাদের দেশের ঐক্য সৌরাষ্ট্র-তামিল সঙ্গমের মতো মহা উৎসবের মধ্য দিয়ে রূপ নিচ্ছে, তখন সরদার সাহেব নিশ্চয়ই আমাদের সকলকে আশীর্বাদ করছেন। দেশের ঐক্যের এই উদযাপন লক্ষাধিক স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নও পূরণ করছে, যারা ”এক ভারত, শ্রেষ্ঠ ভারত” দেখার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।