মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্ক! পুলিশ জানাল সন্দেহজনক কিছুই মেলেনি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): বোমাতঙ্কের জেরে আতঙ্ক ছড়াল দিল্লির মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে। ই-মেলের মাধ্যমে হুমকি চিঠি পেয়েছে এই স্কুল। হুমকি ই-মেলের প্রেক্ষিতে তদন্তেও নামে দিল্লি পুলিশ। প্রথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, স্কুল থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

ডিসিপি দক্ষিণ-পূর্ব রাজেশ দেও বলেছেন, কোনও রকম ঝুঁকি নেই, যেহেতু স্কুল চত্বরে এখনও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোটা স্কুল নিরীক্ষণ করছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড।