গোয়ালপোখর, ২৫ এপ্রিল(হি.স.) : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার গোয়ালপোখর থানার সাহাপুর তিস্তা ক্যানাল এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম, সুবোধ অধিকারী। তিনি ডাঙ্গি ডুবকুল এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সুবোধবাবু সাহাপুর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গোয়ালপোখর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। গাড়ির চালক পলাতক। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।
2023-04-25