নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর বিরুদ্ধে ফের বড়সড় অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার সকাল থেকে বিহার ও পঞ্জাব-সহ দেশের চারটি রাজ্যের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযানে নেমেছে এনআইএ। বাকি তিনটি রাজ্য হল-উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও গোয়া।
এনআইএ সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে বিহার, পঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও গোয়ার বিভিন্ন ঠিকানায় এনআইএ-র বিরুদ্ধে তল্লাশি চালানো হয়। বিহারের ১২টি ঠিকানায়, উত্তর প্রদেশের দু”টি ঠিকানায়, পঞ্জাবের লুধিয়ানা ও মধ্যপ্রদেশ ও গোয়ায় তল্লাশি চালানো হয়।

