কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যু: দ্রুত শুনানির আরজি খারিজ হাই কোর্টে

কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় দ্রুত শুনানির আরজি খারিজ করল কলকাতা হাই কোর্ট।

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আরজি জানান মামলাকারীর আইনজীবী। তাঁদের আশঙ্কা, সময় যত গড়াবে তত তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে। তাই বুধবার মামলাটি শুনানির জন্য রাখার আবেদন করেছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, দ্রুত শুনানি করা সম্ভব নয়। আগামী সোমবার মামলার শুনানি হবে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটায় এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ, ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত সন্দেহে ২ জনকে গ্রেফতার করে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর জের আদালতের দোরগোড়ায় রয়েছে। ধর্ষণ ও খুনের অভিযোগে সিবিআই তদন্ত-সহ একাধিক দাবিতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। তা নিয়ে সরব জাতীয় শিশু সুরক্ষা কমিশন। আর পুলিশের দাবি, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ছাত্রীর।

ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মামলায় মৃতার পরিবারকে যথাযথ নিরাপত্তা, এক কোটি টাকা আর্থিক সাহায্যের দাবি তোলা হয়েছে। বিষয়টি নিয়ে মামলার আবেদন জানিয়েছিলেন আইনজীবী। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।