তাপপ্রবাহ, মাঝপথেই স্থগিত বলিউডের ছবির শুটিং

কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.):গত কয়েকদিন ধরেই তীব্র গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। এই পরিস্থিতির মাঝেও বলিউড থেকে বহু সেলিব্রিটিরা কলকাতায় আসে ছবির শুটিং করতে। এক দিকে তাপপ্রবাহ অপরদিকেকে মেঘলা আবহাওয়ার মাঝপথেই স্থগিত বলিউডের ছবি শুট।

বাংলার বুকে রয়েছে সুন্দর লোকেশন। তাই বহু বলিউড ছবির শুটিং কলকাতার লোকেশনে হয়ে সকলে। এবার প্রথন বলিউড ছবির শুট । এপ্রিল মাসের শুরুতেই হই হই করে শুরু হয়েছিল ছবির কাজ । অভিনয়ে রয়েছে বলিউডের নামী অভিনেতা রাজপাল যাদব । চলতি মাসে শুট শুরু হলেও তা শেষ কার সম্ভবপর হল না । মাঝে সমস্যা হয়ে দাঁড়াল তাপপ্রবাহ। এবছর এপ্রিল মাসের মাঝেই তাপমাত্রা । বর্তমানে তাপমাত্রা কমলেও মেঘলা আবহাওয়া ফলে বাইরে শুট করা সম্ভবপর হচ্ছি না বলেই থামাতে হল করতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *