বাঁকুড়া, ২৫ এপ্রিল (হি. স.) : গরম পড়তেই পানীয় জলের হাহাকার।টিউবওয়েল বিকল,পানীয় জলের পাইপ বসলেও জল আসেনি।ক্ষোভে ফেটে পড়ছে বড়জোড়া ব্লকের গদারডিহি পঞ্চায়েত এর হরেকৃষ্ণপুর গ্রামের মাঝি ও মেটে নারানপুরের বাসিন্দারা।আজ এই দুই এলাকার বাসিন্দারা বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন জমা দেয় বিডিও র কাছে।। গ্রীষ্মের আগে থেকেই তীব্র জল সংকট দেখা দিয়েছে ওই দুটি গ্রামে । মেটে নারানপুরে পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন ও কল বসলেও তাতে জল আসে না।
অন্যদিকে মাঝি পাড়ায় এখনও পাইপ লাইনই যায়নি। মাঝি পাড়ায় টিউবঅয়েল গুলিও বিকল হয়ে পড়েছে কয়েকদিন ধরে । ফলে সংকট চরমে উঠেছে । দুরে মাঠের সাবমার্সিবেল থেকে চেয়ে চিন্তে জল আনতে হচ্ছে। আজকের বিক্ষোভ মিছিলে বড়জোড়ার প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী ও সিপিআই(এম) দলের বড়জোড়া এরিয়া সম্পাদক সুজয় চৌধুরী সহ উপস্থিত ছিলেন পূর্ণেন্দু ব্যানার্জী, বিকাশ মাঝি, কাঞ্চনী মাঝি সহ অনেকে । বিডিও সুরজিৎ পন্ডিত জানান, বুধবারের মধ্যে নলকূপ গুলি সারানো হবে। পাশাপাশি যাতে দ্রুত নল বাহিত পানীয় জল সরবরাহ করা হয় তা পিএইচই আধিকারিকদের বলা হয়েছে।