গুজরাট প্রতারক কিরণ ভাই প্যাটেল মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত

শ্রীনগর, ২৫ এপ্রিল(হি.স.) : জম্মু ও কাশ্মীর পুলিশ নিশাত থানায় গুজরাট ভিত্তিক প্রতারক কিরণ ভাই প্যাটেলের বিরুদ্ধে নথিভুক্ত একটি মামলায় আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

এক শীর্ষ পুলিশ কর্তা জানিয়েছেন, আহমেদাবাদ গুজরাটের কান্তি ভাইয়ের ছেলে পীযূষ ভাই নামে আরেক অভিযুক্তকে মামলার তদন্তের সময় পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত গুজরাটের অঙ্কগাশা ক্রিয়েশনের নামে নিবন্ধিত একটি ছাপাখানার মালিক। গুজরাট পুলিশ সোমবার গুজরাটের প্রতারক কিরণ প্যাটেলকে জম্মু ও কাশ্মীর পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়েছে।