তিরুববন্তপুরম, ২৫ এপ্রিল(হি.স.) : উত্তরপ্রদেশের পর এবার কেরলে মোবাইল বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার রাতে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম আদিত্যশ্রী। বয়স আট বছর। কেরলের তিরুভিলভামালার বাসিন্দা সে। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ভয়ানক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই সময় ফোনে গেম খেলছিল তৃতীয় শ্রেণির পড়ুয়া আদিত্যশ্রী। খেলতেই খেলতেই ফোনটি মুখের কাছে এনেছিল সে, তখনই সেটিতে ভয়ংকর বিস্ফোরণ ঘটে যায়। গুরুতর জখম হয় লে। ঝলসে যায় তার মুখ। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় শরীরে উপর অংশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠিক কী কারণে ওই মোবাইল ফোনটিতে বিস্ফোরণ ঘটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চার্জে বসানো অবস্থায় কথা বলার সময় মোবাইলে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের এক ব্যক্তির। এবারের ঘটনা ঘটল কেরলে। সেখানে গেম খেলার মাঝে আচমকা মোবাইলে বিস্ফোরণে মৃত্যু হল ৮ বছরের শিশুর।

