রঙিয়ায় সড়ক দুর্ঘটনায় হত এক

রঙিয়া (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : মরনফাঁদে পরিণত হয়েছে কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়ার ২৭ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কে ছোট-বড় দুর্ঘটনা নিত্যসঙ্গী। ফের এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনৈক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাতে। নিহত ব্যক্তিকে জনৈক মনোরঞ্জন দাস বলে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, সুইফট গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আগত দুরন্ত একটি বলেরোর ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান মনোরঞ্জন দাস। ঘটনায় উত্তেজনা ছড়ায় রঙিয়ার চেপতি এলাকায়। ক্ষুব্ধ জনতা অবরোধ গড়ে তুলেন জাতীয় সড়কে।

এদিকে ঘটনার সময় জাতীয় সড়ক ধরে ফিরছিলেন অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা। জাতীয় সড়ক অবরোধ হওয়ায় আটকে পড়ে তাঁর গাড়িও। প্রদেশ সভাপতিকে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দেন উত্তেজিত জনতা। বিজেপির প্রদেশ সভাপতি কলিতা ট্রাফিক পয়েন্ট গড়ে নিয়মিত একজন পুলিশ মোতায়েন করার প্রতিশ্রুতি দিলে শান্ত হয় পরিস্থিতি।

ঘটনার খবর পেয়ে রঙিয়া পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়ি বাজোপ্ত করেছে পুলিশ।