কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.): বহু বছর ধরেই ”ড্রিম গার্ল ২”- র অপেক্ষায় ছিল দর্শকরা । কিন্তু যেসব দর্শকরা ”ড্রিম গার্ল ২” ছবির অপেক্ষায় যাঁরা বসেছিলেন তাঁদের আরও কিছুদিন সেই অপেক্ষা করতে হবে । প্রেক্ষাগৃহে ছবি মুক্তির তারিখ বদল ঘটল ।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান হল পিছিয়ে গেছে মুক্তির তারিখ। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতাদের তরফে নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ”ড্রিম গার্ল ২” মুক্তির তারিখ ঘোষণা করা হয় । তখন জানানো হয় আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে আসছেন পূজা । সঙ্গে ট্যাগলাইনও চালু করা হয়, ”৭ কো সাথ মে” । যদিও সোমবার, সকালের দিকে সোশ্যাল মিডিয়ায় ফের একটি পোস্ট করা হয় নির্মাতাদের তরফে । এদিন পোস্টে লেখা হয়, ”আমার প্রিয় প্রেমিকেরা, চার বছর পর আবার আপনাদের মনের টেলিফোন রিং রিং করবে। তার জন্য প্রস্তুতিও তো দুর্দান্ত, ধমাকেদার হওয়া উচিত, তাই না? তাই আরও একটু অপেক্ষা করুন ও অনেক ভালবাসা পাঠাতে থাকুন”।