কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.) : আদালতের ভিতরে সোমবার তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর নতুন কর্মসূচি ‘তৃণমূলে নব জোয়ার’ জন্য শুভেচ্ছা জানান র্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে তৃণমূল কর্মীদেরও ‘গাইডিং ফোর্সের’ নেতা বলেও উল্লেখ করেন।
বস্তুত পার্থবাবু তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। দীর্ঘদিন দলের মহাসচিব ছিলেন। রাজ্য মন্ত্রিসভার ক’টি দফতর ছাড়াও দলের নানা গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন নানা সময়ে। সেই তুলনায় অভিষেক দলে অনেকটাই নতুন। কিন্তু সূত্রের খবর, তাঁর ফ্ল্যাটে ইডি-র টাকা উদ্ধারের ঠিক পরে পার্থবাবুর বিরুদ্ধে দল ও সরকারের তরফে কঠোরতম ব্যবস্থা নিতে উদ্যোগী হন অভিষেক। দলের ছয় শীর্ষনেতাকে নিয়ে এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনও করেন তিনি।
পরে বিষয়টি নিয়ে পার্থবাবু বা তাঁর ঘনিষ্ঠমহল কোনও মন্তব্য করেননি। উল্টে, ক্ষোভ বুকে চেপে রেখে সোমবার রীতিমত প্রকাশ্যে সেই অভিষেকের গুন গাইতে হল পার্থবাবুকে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সোমবার আলিপুর আদালতে তোলা হয় তাঁকে।