বাকসা (অসম), ২৪ এপ্ৰিল (হি.স.) : বাকসা জেলার তামুলপুরের ঢেকিপোতা এলাকার বরনদি থেকে ১৪টি বালু উত্তোলনের মেশিন বাজেয়াপ্ত করেছেন বন আধিকারিকরা। আজ সোমবার সকালে স্থানীয় বন বিভাগের আধিকারিক-কর্মচারীরা অভিযানে নামলে উত্তেজনার সৃষ্ট হয়। জানা গেছে, নীতি বহিৰ্ভূতভাবে একাংশ মেশিন চালানোর অভিযোগ পেয়ে আজ অভিযানে নেমেছিল বন বিভাগ।
বনকর্মীদের কাছে পেয়ে স্থানীয় অনেকে ক্ষোভ ব্যক্ত করেছেন আজ। আর এতে উত্তেজনা ছড়ায়।বন বিভাগের জনৈক আধিকারিক জানান, এই অভিযান অব্যাহত থাকবে। আজ ১৪টি বালু উত্তোলনের মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান আধিকারিক।

