ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।।সেরা হলো ধলাই জেলা। দ্বিতীয় স্থান দখল করলো খোয়াই জেলা। প্রথমবর্ষ মিক্সড মার্শালের রাজ্য আসরে। রবিবার এন এস আর সি সি-র বক্সিং হলঘরে হয় আসর। তাতে বিভিন্ন জেলা থেকে ৬৮ জন খেলোয়াড় উপস্থিত হয়েছিলেন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর, ডোনাল্ড ডার্লং, রাজ্য মিক্সড মার্শাল আর্ট সংস্থার সভাপতি বিল্লো জমাতিয়া, সচিব রুস্তম জমাতিয়া প্রমুখ। আসরে ৭ টি জেলা থেকে খেলোযাড়রা অংশ নিয়েছিলেন। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে প্রতিটি ম্যাচেই।
2023-04-23