বেগুসরাই, ২৩ এপ্রিল(হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রাম, দরিদ্র এবং কৃষকদের পঞ্চায়েতি রাজের মাধ্যমে সমৃদ্ধির লক্ষ্য সম্পর্কে সচেতন করতে সময় দিচ্ছেন দাবি করেছেন কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং। এই বছরের ২৪ এপ্রিল পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব অভিযানের অধীনে গ্রামের সমৃদ্ধির জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সূচনা করবেন প্রধানমন্ত্রী।
গিরিরাজ সিং বলেন, অমৃত মহোৎসব-অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অধীনে নয়টি প্রচারাভিযান চালু করার পাশাপাশি ২৪ এপ্রিল মধ্যপ্রদেশের রেওয়া থেকে “অমৃত মহোৎসব-ইনক্লুসিভ ডেভেলপমেন্ট”-র জন্য ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপও চালু করা হবে। স্বাধীনতার অমৃত মহোৎসব – অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রচারাভিযানের অধীনে, স্বামীত্ব-আমার সম্পত্তি, মেরা হক থিমের লক্ষ্য ২০২৩ সালের আগস্টের মধ্যে স্বামীত্ব যোজনার অধীনে ১.৫ কোটি অধিকারের রেকর্ড-সম্পত্তি কার্ড তৈরি করা হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী আগামীকাল সোমবার সকাল ১১:৩০ টায় মূল অনুষ্ঠানস্থল এসএএফ ময়দানে পৌঁছাবেন এবং প্রথমে এখানে বিভিন্ন বিভাগের উন্নয়ন প্রদর্শনী পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী সকাল ১১টা ৫০ মিনিটে অনুষ্ঠানের মূল মঞ্চে পৌঁছাবেন। অনুষ্ঠানে সকাল ১১টা ৫০ মিনিটে ধরতি বলে পুকার নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।