সামান্য স্বস্তি, দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারে নামল

নয়াদিল্লি, ২৩ এপ্রিল(হি.স.) : রবিবার কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে করোনার সংক্রমণ। শনিবারের তুলনায় রবিবার কিছুটা হলেও কমল সংক্রমণ। ১২ হাজার থেকে ১০ হাজারের গণ্ডিতে নামল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ১১২ জন। গতকালের তুলনায় রবিবার দেশে আক্রান্তের সংখ্যা ১৭ শতাংশ কমেছে।

বেড়েছে দৈনিক সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৯৮৩৩ জন। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪২ লক্ষ ৯২ হাজার ৮৫৪ জন রোগী। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ৭.০৩ শতাংশে রয়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৭ হাজার ৮০৬, আক্রান্তের ০.১৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকল ৪ কোটি ৪৮ লক্ষ ৯১ হাজার ৯৮৯ -তে। মোট ২৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত রোগীই কেরলের বাসিন্দা।বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৩১ হাজার ৩২৯-এ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১ লক্ষ ৪৩ হাজার ৮৯৯ টি করোনা পরীক্ষা হয়েছে। গোটা দেশে টিকাকরণের আওতায় এখনও পর্যন্ত ২৬৬ কোটি টিকা দেওয়া হয়েছে। সংক্রমণের বাড়বাড়ন্ত দেখেই ইতিমধ্যেই দেশের সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। বিশেষ করে তামিলনাড়ু, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, হরিয়ানা এবং দিল্লিকে কঠর ভাবে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।