লংতরাইভ্যালি: ৯৩/৭(২০)
ধর্মনগর:- ৯৬/৪(৮.৫)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।। দুর্দান্ত জয় পেয়েছে ধর্মনগর। সেমিফাইনালে খেলতে পারবে কিনা, সে বিষয়ে সন্দেহ রয়েছে। তবে দ্বিতীয় ম্যাচের মাথায় ছয় উইকেটে লংতরাই ভ্যালিকে হারিয়ে মনোবল অনেকটা বাড়িয়ে তুলেছে। প্রথম ম্যাচে সদরের কাছে ৭ উইকেটে পরাজয় তাদের মূলত পিছিয়ে দিয়েছে। গ্রুপ এ থেকে সদর-এ সেমিফাইনালের পথে এগিয়ে রয়েছে। তবুও ধর্মনগরের ইচ্ছে রয়েছে গ্রুপ লীগের শেষ ম্যাচে বিলোনিয়াকে হারিয়ে এবারের মত টুর্নামেন্ট শেষ করা। আজ, নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ধর্মনগর ছয় উইকেটের ব্যবধানে লংতরাইভ্যালিকে পরাজিত করেছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা রাজ্য টি-টোয়েন্টি ক্রিকেট আসর। সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে লংতরাইভ্যালি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেঘা দাস সর্বাধিক ২৭ রান পায়। ধর্মনগরের সেবা মালাকার ১১ রানে তিনটি এবং টুম্পা দাস ২৫ রানে দুটি উইকেট পেয়েছে। ধর্মনগর মহিলা ক্রিকেট দল ৮.৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে পূজা পাল সর্বাধিক ৩৭ রান পায়। এছাড়া পুষ্পা সিনহার অপরাজিত ২২ রান উল্লেখ করার মতো। লংতরাইভ্যালির তনুশ্রী সরকার ২৪ রানে দুটি উইকেট পেয়েছে। বিজয়ী দলের সেবা মালাকার দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি হিসেবে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।