বালাঘাট, ২২ এপ্রিল(হি.স.) : আজ শনিবার ভোর ৩টার দিকে বালাঘাট পুলিশ দুই কুখ্যাত মহিলা নকশালকে নিকেশ করেছে বলে পুলিশ জানিয়েছে। মধ্যপ্রদেশের বালাঘাট জেলা কয়েক দশক ধরে নকশাল সমস্যায় জর্জরিত। বালাঘাট পুলিশ গত বছর ছয় কুখ্যাত মাওবাদীকে খতম করেছিল। জানা গিয়েছে, মৃত দুই নকশালবাদী দালামের এলাকা কমান্ডার এবং গার্ড ছিল। দুজনের উপর ১৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত বালাঘাটের পুলিশ সুপার সমীর সৌরভ বিষয়টি এখবর নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার সমীর সৌরভের মতে, গাড়ি থানার অন্তর্গত কাদলা জঙ্গলে হকফোর্স এবং নকশালদের মধ্যে এনকাউন্টার হয়েছিল। এনকাউন্টারে দুই মহিলা নকশাল সেনাদের হাতে নিহত হন। তাদের মধ্যে একজন ছিলেন ভোরাম দেব ও এসিএম সুরিতা। ঘটনাস্থল থেকে বন্দুক, কার্তুজ ও খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তিনি জানান যে, এখনও কিছু নকশাল জঙ্গলে লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাই জঙ্গলে নিবিড় তল্লাশি অভিযান শুরু করেছে বালাঘাট পুলিশ। বালাঘাট জোন পুলিশের মহাপরিদর্শক সঞ্জয় কুমার এবং হকফোর্স সিওও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

