নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা যাতে বিনা মূল্যে পরিষেবা পেতে পারেন সেজন্য আগরতলা প্রেস ক্লাব বিভিন্ন সময়ে স্বাস্থ্য শিবির করে থাকে৷ সেই ধারা অব্যাহত৷ শনিবার একটি বেসরকারি হাসপাতাল ও আগরতলা প্রেস ক্লাব যৌথ ভাবে শিবির করে৷ আগরতলা প্রেস ক্লাবে হয় এই শিবির৷ সেখানে চিকিৎসা পরিষেবা দেন স্বনামধন্য বেসরকারি হাসপাতালের অথর্োপেডিক বিভাগের স্বনামধন্য ডাক্তার কৃষ্ণ মূর্তি৷ সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা পরিষেবা গ্রহণ করেন সেখানে৷উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা৷ সভাপতি জানান, বিভিন্ন স্বাস্থ্য শিবির গুলি আগরতলা প্রেস ক্লাবে করতে চাইছে প্রেস ক্লাব৷ যাতে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা সুযোগ পান৷ আগামী রবিবারও ডায়াবেটিস সংক্রান্ত স্বাস্থ্য শিবির হবে৷
2023-04-22