আগরতলা, ২১ এপ্রিল (হি.স.) : প্রচন্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠে যাওয়ার পর আজ বৃষ্টিতে অনেকটাই স্বস্তি পেয়েছেন ত্রিপুরাবাসী। সারা রাজ্যে বৃষ্টিপাতের সাথে বজ্রপাতও হয়েছে। সাথে ছিল শিলাবৃষ্টি। সব মিলিয়ে প্রাক বর্ষা আজ ত্রিপুরার আবহাওয়াকে মনোরম করে তুলেছে। তবে, কালবৈশাখীর ঝড়ে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের পর বৃষ্টি শুরু হয়েছে। ত্রিপুরার আট জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। মুষলধারে বৃষ্টিপাতে জনজীবনে কিছুটা ছন্দপতন ঘটেছে ঠিকই। তবে, মানুষ এই পরিস্থিতিকে অনেকটাই উপভোগ করেছেন। কারণ, গত কয়েকদিনে প্রচন্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকালও ত্রিপুরায় হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হবে। ফলে, ঈদের আনন্দে ভ্যাপসা গরমের ছাপ পরবে না বলেই মনে করা হচ্ছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
2023-04-21

