নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): দিল্লির সাকেত আদালতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে আচমকা গুলি চলতে শুরু করে দিল্লির সাকেত কোর্ট চত্বরে। ৪ রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। খবর পেতেই পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। কী কারণে গুলি চালানোর ঘটনা ঘটে, সে বিষয় এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।তবে, গুলি চালানোর জেরে এক মহিলা আহত হয়েছেন। মোট ৪ রাউন্ড গুলি চালানো হয় সাকেত কোর্ট চত্বরে। আদালত চত্বরে ওই মহিলাকে আর্তনাদ করতে শোনা যায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
2023-04-21

