হাওড়ায় সরকারি হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড

হাওড়া, ২০ এপ্রিল (হি. স.) : ফের চোখ রাঙাচ্ছে করোনা। পরিস্থিতি মোকাবিলায় হাওড়ায় সরকারি হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। সেই অনুযায়ী, হাওড়ার ঘুসুড়ির টি এল জয়সওয়াল হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড।

হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য একটি ফ্লোর নির্দিষ্ট করা হয়েছে। হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, “ফের করোনার সংক্রমন বাড়ছে। তবে তা আগের মতো মারাত্মক নয়।মৃত্যুর হার কম।তাই ভয়ের কোনও কারণ নেই। তবে করোনা মোকাবিলায় জেলা স্বাস্থ্য দফতর প্ৰস্তুত। সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালে ৬০টি বেড রাখা হয়েছে। এর পাশাপাশি ১০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট খোলা হয়েছে।এছাড়া কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়নি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, করোনা নিয়ে আগের মতো ভয়ের কিছু না থাকলেও জ্বর সর্দি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ইতিমধ্যেই করোনা নিয়ে নতুন রূপরেখা প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। করোনা মোকাবিলায় একাধিক বিষয় মেনে চলতে বলা হয়েছে ওই রূপরেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *