ক্রীড়া জগতে দুর্নীতির দায়ে অভিযুক্ত রূপকের মামলার শুনানি ফের পিছুলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। প্রায় তিন মাস পিছিয়ে গেল অভিযুক্ত রূপক দেবরায়ের মামলার শুনানি। আগামী জুলাই মাসের ১৮ তারিখ ফের হবে এই মামলার শুনানি। রূপকের আইনজীবী তানিয়া দাস বর্তমানে অনুপস্থিত থাকার কারণে পিছিয়ে গেল এই মামলার শুনানি। আয়ের থেকে সম্পত্তির পরিমাণ অনেক অনেক বেশি বলেই অভিযোগ রয়েছে রূপক দেবরায়ের বিরুদ্ধে। পাশাপাশি এমন কিছু স্পোর্টস ইভেন্টও রয়েছে যেগুলো ত্রিপুরাতে তেমন খেলার প্রচলন নেই। অথচ এই সব গেমগুলো ফেডারেশন থেকে বৈধতা নিয়ে রেখেছেন রূপক দেবরায়। ওই ইভেন্টগুলোতে রাজ্য দল পাঠানোর ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ রয়েছে ক্রীড়া মহল থেকে। এরপর ভুয়ো খেলোয়াড় খেলানো নিয়েও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক ক্রীড়া সংস্থা দীর্ঘ বছর ধরে বৈঠকে বসেই তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে। সব কিছু মিলে এখন আইনি ঝামেলায় রীতিমতো নাজেহাল অবস্থা রূপক দেবরায়ের। এখন দেখার বিষয়, আগামী ১৮ জুলাই মাননীয় আদালত কি রায় দেয় তার মামলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *