নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ফের ত্রুটিপূর্ণ প্রশ্ণপত্রে স্টার দিয়ে ফলাফল প্রকাশ করার দাবিতে টি আর বি টি অফিসের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের৷ কয়েকদিন ধরেই এই দাবিতে সরব ২০২২ সালের টেট পরীক্ষার্থীরা৷ তাদের অভিযোগ কর্তৃপক্ষ তাদের কথা শুনতে চাইছে না৷ এদিকে টি আর বি টি পরীক্ষা নিয়ামক পাল্টা অভিযোগ করেন, কতিপয় পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার মতো নম্বর পাননি৷ তারা বিভ্রান্তি ছড়াতে চাইছেন৷ এই অবস্থায় নিজেদের দাবিতে অনড় একাংশ ২০২২ সালের টেট পরীক্ষার্থী বৃহস্পতিবার শিক্ষা ভবনে আসেন পরীক্ষা নিয়ামকের সঙ্গে দেখা করতে৷ কিন্তু উনি রাজ্যের বাইরে থাকায় দেখা করা সম্ভব হয়নি৷ এই অবস্থায় তারা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন৷
2023-04-20

