ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। রাজ্য উন্মুক্ত ভেটারেন্স টেবিল টেনিস প্রতিযোগিতা আপাতত: স্থগিত রাখা হয়েছে। আগামী ২৩ এপ্রিল, রবিবার, এন এস আর সি সি-র টেবিল টেনিস হল-এ তা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজ্য ক্রীড়া পর্ষদের সহযোগিতায় এবং রাজ্য সংস্থার উদ্যোগে এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কার্যত তীব্র গরমে পড়াশোনা ও খেলাধুলার ক্ষেত্র বন্ধ রাখতে হচ্ছে। স্বাভাবিক কারণে পরবর্তী দিনক্ষণ ঘোষণা হওয়া পর্যন্ত এই আসরও উদ্যোক্তারা স্থগিত রেখেছেন। অংশগ্রহনেচ্ছু খেলোয়াড়রা পরবর্তী ঘোষণা দেখেও নাম নথিভুক্ত করতে পারবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
2023-04-18