কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের রাডারে এবার নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
কলকাতা হাইকোর্টে বিধায়কের নামে দায়ের হওয়া মামলায় সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। একইসঙ্গে দ্রুত যাবতীয় নথিপত্র ও কেস ডাইরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ রাজ্যের দুর্নীতি দমন শাখাকে।
তৃণমূল বিধায়কতাপসের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, অবিলম্বে পুলিশের কাছ থেকে মামলাটি সিবিআইকে হস্তান্তর করতে হবে।
দ্রুত এই মামলার তদন্ত শুরু করবে সিবিআই। রাজ্য এই নির্দেশে স্থগিতাদেশ চাইলে আদালত তা খারিজ করে দেয়। একইসঙ্গে এদিন আদালতে দুর্নীতি দমন শাখার আইও-কে তীব্র ভর্ৎসনা আদালতের।
এদিন এজলাসে বিচারপতি জানান, দুর্নীতি দমন শাখার আই ও অনুপম দাস যে ভাবে তিন অভিযুক্তদের জামিন আটকাতে নিম্ন আদালতে রিপোর্ট দিয়েছেন সেটা মনে রাখার মতো। যার জেরে জামিনের আবেদন খারিজ হয়েছে। এত ভালো তদন্ত এগোলেও তার হাত কী করে তাপস সাহাতে এসে আটকে যাচ্ছে সেটা দেখে বিস্মিত আদালত। উল্লেখ্য, শুধু তাপস সাহা নন, এই মামলায় অভিযুক্ত বাকি তিনজনের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই বলে স্পষ্ট করেছে আদালত।