কলকাতা, ১৬ এপ্রিল(হি.স.) : এ যেন গরমে প্রাণ ওষ্ঠাগত। ১০ বছরে উষ্ণতম বৈশাখ দেখল বাংলা। রাজ্যে ১৪ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বিভিন্ন জেলায়। শুধু তাই নয়, আরও বাড়বে তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানা গিয়েছে। রবিবার ফের শুষ্ক গরমের সম্ভাবনাও থাকছে। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রা আরও বাড়বে ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৯ ডিগ্রির আশপাশে। শনিবার শহরের আপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। রবিবার থেকে ফের লু-এর সম্ভাবনা রয়েছে।

