কনফারেন্স টেবিল থেকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই সম্ভব নয়, ডিনার টেবিল থেকে শুরু করতে হবে : প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): কনফারেন্স টেবিল থেকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই সম্ভব নয়, এ জন্য প্রতিটি বাড়ির ডিনার টেবিল থেকে শুরু করতে হবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভার্চুয়ালি বিশ্বব্যাঙ্কের ‘মেকিং ইট পার্সোনাল: হাউ বিহেভিয়ারাল চেঞ্জ ক্যান ট্যাকল ক্লাইমেট চেঞ্জ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিন্তাভাবনা যখন আলোচনার টেবিল থেকে ডিনার টেবিল পর্যন্ত যায়, তখন এটি একটি গণআন্দোলনে পরিণত হয়।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মিশন লাইফের অধীনে আমাদের প্রচেষ্টা বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়েছে, যেমন স্থানীয় সংস্থাগুলিকে পরিবেশবান্ধব করা, স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ, প্রাকৃতিক চাষ প্রভৃতি।” প্রধানমন্ত্রীর কথায়, “গণআন্দোলন এবং আচরণগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে… ভারত জলবায়ু পরিবর্তন মোকাবিলার পথ দেখায়। মিশন লাইফ হোক, এলইডি বাল্বের ব্যবহার, মাইক্রো সেচ, প্রাকৃতিক চাষ অথবা বাজরার প্রচার।”