করোনায় আক্রান্ত রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র

জয়পুর, ১৪ এপ্রিল(হি.স.) : এবার করোনায় আক্রান্ত হয়েছেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র। শুক্রবার রাজভবন টুইট করে জানিয়েছে, রাজ্যপাল কলরাজ মিশ্রের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আপনারা যাঁরা গত কয়েক দিনে তাঁর সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের পরীক্ষা করে নিন। সবাইকে সতর্ক থাকতে হবে এবং করোনার গাইড লাইন মেনে চলতে হবে। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক এবং তিনি আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, রাজ্যপালের আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও করোনায় আক্রান্ত হয়েছেন। দুদিন আগে জয়পুর রেলস্টেশনে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *