ইন্দোর, ১৪ এপ্রিল (হি.স.): বিজেপির বিরুদ্ধে ফের তোপ দাগলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুক্রবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অখিলেশ যাদব বলেছেন, বর্তমানে দেশের সংবিধান বিপন্ন, একের পর এক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে। ঘটনাচক্রে শুক্রবারই ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী।
এদিন মধ্যপ্রদেশের ইন্দোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “বর্তমানে সংবিধান বিপন্ন। একের পর এক প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে… নির্বাচনকে সামনে রেখে বিজেপি এনকাউন্টার করছে।” আতিক আহমেদের ছেলে আসাদকে এনকাউন্টারে খতম করা প্রসঙ্গেও মুখ খুলেছেন অখিলেশ। উত্তর প্রদেশের পুলিশের সমালোচনাও করেছেন অখিলেশ যাদব।

