মোজাম্বিকে গিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেনে চড়লেন জয়শঙ্কর

মাপুতো, ১৪ এপ্রিল(হি.স.) : তিনদিনের আফ্রিকার সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সে দেশে চড়লেন ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেনে। তাঁর এই সফরে সঙ্গী হয়েছিলেন ছিলেন মোজাম্বিকের পরিবহনমন্ত্রী। ইলেকট্রিক ট্রেন ব্যবস্থা গড়ে তোলায় সহায়তা, জল পরিবহণে সাহায্য করার নিয়ে মোজাম্বিকের মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন জয়শঙ্কর।

এই প্রথম আফ্রিকায় পা রাখল ভরতের বিদেশমন্ত্রী। সে দেশে গিয়ে সেখানকার প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করছেন জয়শঙ্কর। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও শক্তিশালী করার বার্তাও দিয়েছেন। ভারতে তৈরি ট্রেন চলছে আফ্রিকার মোজাম্বিকে। মোজাম্বিকে রেল পরিষেবার উন্নতিতে সহায়তা করছে ভারত। এই সফরে গিয়ে ভারতে তৈরি সেই ট্রেনে চড়লেন জয়শঙ্কর। নিজেরই টুইট করে জানিয়েছেন সেই কথা। টুইটে তিনি লিখেছেন, “মোজাম্বিকের পরিবহন মন্ত্রী মাতেউস মাগালার সঙ্গে মাপুটো থেকে মাচাভা পর্যন্ত ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেনে যাত্রা করলাম।