হামিরপুরে ব্যাডমিন্টন খেললেন অনুরাগ, উৎসাহে ভরপুর কেন্দ্রীয় মন্ত্রী

হামিরপুর, ১৪ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর শুক্রবার হিমাচল প্রদেশের হামিরপুরের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে একজন জুনিয়র খেলোয়াড়ের সঙ্গে ব্যাডমিন্টন খেললেন, এখানে তিনি ব্যাডমিন্টন কোর্ট, ইনডোর, বক্সিং, জুডো এবং রেসলিং হলের উদ্বোধন করেন। ব্যাডমিন্টন খেলার সময় উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরকে।কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন বলেছেন, হামিরপুরের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স-এ ব্যাডমিন্টন কোর্ট, ইনডোর হল, বক্সিং হল, জুডো হল ও রেসলিং হলের উদ্বোধন করা হয়েছে। এর ফলে খেলোয়াড়রা ভালো সুযোগ-সুবিধা পাবেন।