হায়দরাবাদ, ১৪ এপ্রিল(হি.স.) : ডঃ বি আর আম্বেদকরের জন্মদিবসেই তাঁর ১২৫ ফুট লম্বা মূর্তি উন্মোচন হবে তেলেঙ্গানায়। শুক্রবার হায়দরাবাদে এই মূর্তি উন্মোচন করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আম্বেদকরের প্রপৌত্রও। ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে তেলেঙ্গানায় পৌঁছে গিয়েছেন আম্বেদকরের বহু অনুগামী।
হায়দরাবাদের বিখ্যাত হুসেন সাগর লেকের পাশেই অবস্থিত আম্বেদকরের এই মূর্তি। সম্পূর্ণ ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়েছে ১২৫ ফুট লম্বা মূর্তিটি। ভারতে অবস্থিত আম্বেদকরের মূর্তিগুলির মধ্যে এটিই দীর্ঘতম। শুধুমাত্র মূর্তির মাপজোকের কাজ শেষ করতেই দু’বছর সময় লেগেছে। তারপরে শুরু হয় ভারতের দীর্ঘতম আম্বেদকর মূর্তি তৈরির কাজ।
পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত শিল্পী রাম ভানজি সুতারের হাতে এই মূর্তি তৈরির দায়িত্ব তুলে দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। মূর্তি তৈরির পরে ৯৮ বছর বয়সি সুতারের কাজের ভূয়সী প্রশংসাও করেন তিনি। আম্বেদকরের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পদ্মভূষণজয়ী শিল্পীকে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সংবিধান প্রণেতার প্রপৌত্র প্রকাশ আম্বেদকরকে আমন্ত্রণ জানানো হয়েছে।