আগরতলা, ১৩ এপ্রিল (হি.স.) : পূর্ব প্রতাপগড় এলাকার বাসিন্দা দীপঙ্কর ঘোষের মৃত্যুর সুষ্ঠ তদন্তের দাবিতে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, পুলিশ সঠিকভাবে তদন্ত না করার ফলে নিখোঁজের ৭ দিন পর মৃতদেহ উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, ৬ এপ্রিল দীপঙ্কর ঘোষেকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে কাশীপুর এলাকার বাসিন্দা কৃষ্ণ ঘোষ বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর একাধিক বার তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মিলেনি। পরর্বতী সময়ে পাড়ার সি সি ক্যামেরা খতিয়ে দেখে মহারাজগঞ্জ ফাঁড়ি এবং পূর্ব থানার পুলিশের কাছে কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ তাকে গ্রেফতারও করেছিল। কিন্তু পরর্বতী সময়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দিয়েছে। অবশেষে বুধবারহাওড়া নদী থেকে দীপঙ্করের পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে।
ক্ষুদ্ধ এলাকাবাসীর দাবি, পুলিশের গাফিলতির কারনে মৃতদেহ ৭ দিন পর উদ্ধার হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, নিখোঁজ হওয়ার রাতেই মহারাজগঞ্জ ফাঁড়ি এবং পূর্ব থানার পুলিশের কাছে ঘটনাটি জানানো হলেও তাঁরা দীপঙ্করকে খুজেঁ বের করতে ব্যর্থ হয়েছেন। তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না পুলিশের। একাধিক বার থানায় যাওয়া হলে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়নি। তাঁদের আরও অভিযোগ, মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনোও পর্যন্ত দোষীদের খুঁজে বের করতে পারেননি পুলিশ। তাই আজ জেলা পুলিশ সুপারের নিকট মৃত্যুর সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।