বিদ্যাজোতি প্রকল্পে ছাত্র ভর্তি নিয়ে শিক্ষা ভবনে ডেপুটেশন এআইডিএসও’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷  বিদ্যাজ্যোতি প্রকল্পে সুকল গুলিতে ভর্তির সমস্যা চলছে অভিযোগ৷ এর সুরাহা চেয়ে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল এ আই ডি এস ও৷ বৃহস্পতিবার সংগঠনের সাংগঠনিক কমিটির পক্ষে এক প্রতিনিধি দল ৫ দফা দাবি সনদ পেশ করেন শিক্ষা ভবনে৷ প্রতিনিধি দলে ছিলেন সভাপতি মৃদুল কান্তি সরকার, সম্পাদক রাম প্রসাদ আচার্য সহ অন্যরা৷ তাদের দাবি বিদ্যাজ্যোতি সুকলগুলিতে সকল আবেদনকারি ছাত্র- ছাত্রীদের ভর্তির সুযোগ করে দেওয়া, সরকারি বিদ্যালয় গুলিতে কোন প্রকার ফি আদায় না করা৷ তাদের প্রশ্ণ বিদ্যাজ্যোতি প্রকল্পে কেন ফি দিতে হবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *