টিসিএ থেকে গিয়ার্স পেয়ে দারুন উৎসাহিত কোচিং সেন্টার ও স্কুল সমূহ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। টিসিএ থেকে গিয়ার্স বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ, বৃহস্পতিবার হলো তার চতুর্থ আয়োজন। গিয়ার্স ব্যবহারের মধ্য দিয়ে প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। টিসিএ থেকে প্রতিটি কোচিং সেন্টার ও প্লে সেন্টারের পাশাপাশি কদিন আগে অনুষ্ঠিত স্কুল ক্রিকেটে অংশগ্রহণকারী প্রতিটি স্কুলকে ৫ সেট করে ক্রিকেট গিয়ার্স প্রদান করা হয়েছে। দারুন উৎসাহ এবং উদ্দীপনার জোয়ার। পরিকাঠামোগত প্রভূত উন্নতি হচ্ছে। প্রতিযোগিতা বেড়েছে। খেলার সংখ্যাও বেড়ে চলেছে। সুযোগও প্রচুর। ইতোমধ্যে কোচদেরও ওয়ার্কশপ শুরু হতে যাচ্ছে। আজ গিয়ার্স প্রদান অনুষ্ঠানে কর্তাব্যক্তিরা বিশেষ করে সহ-সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ, যুগ্ম সচিব জয়ন্ত দে, কোষাধ্যক্ষ জয়লাল দাস, উইমেন্স ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির কনভেনার অলক ঘোষ প্রমূখ একই প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয় এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে সদর মহিলা আমন্ত্রণ মূলক টুর্নামেন্ট এবং সদর আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী মোট ২৮ টি দলের ক্রিকেটাররা উপস্থিত থেকে টিসিএ থেকে গিয়ার্স গুলো গ্রহণ করেন। প্রতিটি দলের কোচ, ম্যানেজার সহ প্রতিনিধিবর্গও উপস্থিত ছিলেন। বলা বাহুল্য, সদর সিনিয়র মহিলা আমন্ত্রণ মূলক ক্রিকেটে এগিয়ে চলো সংঘ, ক্রিকেট অনুরাগী, তরুণ সংঘ,  জুট মিল, চাম্পামূড়া, অরুন্ধতীনগর, আগরতলা কোচিং সেন্টার এবং সদর আন্ত স্কুল ক্রিকেটে শিশু বিহার, কেন্দ্রীয় বিদ্যালয়, আনন্দনগর, ভবনস ত্রিপুরা, উমাকান্ত, শিক্ষা নিকেতন, কবি নজরুল, প্রণবানন্দ, গান্ধী স্কুল, নন্দননগর, ডঃ বি আর আম্বেদকর, শ্রী শ্রী রবি শংকর, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, আসাম রাইফেলস, শচীন্দ্র লাল বিদ্যানিকেতন, বড়দোওয়ালী,  শ্রীকৃষ্ণ মিশন, মধুবন ডুকলি, প্রগতি, হলিক্রস ও ক্ষুদিরাম বসু স্কুল সমূহ আজ গিয়ার্স গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *