পটনা, ১২ এপ্রিল (হি.স.) : মোদী পদবি নিয়ে মন্তব্য করার কারণে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত এবং সংসদের সদস্যপদ হারান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ বুধবার পটনার বিধায়ক-সাংসদ আদালতে হাজির হচ্ছেন। রাহুলের বিরুদ্ধে এই মামলাটি ২০১৯ সালে বিজেপির প্রবীন নেতা সুশীল মোদী দায়ের করেছিলেন।
রাহুল এমএলএ-এমপি আদালতে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। দিল্লিতে রয়েছেন বিহার কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং। মনে করা হচ্ছে, যদি রাহুল গান্ধী পটনায় আসেন, তাহলে তিনি সরাসরি বিমানবন্দর থেকে বিধায়ক-সাংসদ আদালতে উপস্থিতি নথিভুক্ত করতে পৌঁছাবেন।
গত ১২ এপ্রিল, এমপি-এমএলএ আদালত রাহুল গান্ধীকে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। যদিও এই মামলায় জামিন পেয়েছেন রাহুল। এ মামলায় সাক্ষীও রয়েছে পাঁচজন। এর মধ্যে রয়েছেন সুশীল কুমার মোদী স্বয়ং।

