ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। সদর এ-র টানা জয়। খোয়াইও প্রত্যাশিত জয় পেয়েছে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। সোমবার প্রথম ম্যাচে তেলিয়ামুড়াকে হারানোর পর সদর-এ আজ ৮২ রানে বিশালগড়কে হারিয়ে অনেকটা বড় বাঁধা অতিক্রম করে নিয়েছে। খেলা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় শুরুতে টস জিতে সদর-এ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪২.৩ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাহুল দেবনাথের ৩১ রান, অতনু রায়ের ২৭ রান, অয়ন রায়ের ২২ রান উল্লেখযোগ্য। বিশালগড়ের নয়ন আহমেদ ২৫ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে। রিজোয়ান আলমও পেয়েছে তিনটি উইকেট ৩৫ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে বিশালগড়ের ইনিংস ৯০ রানে থেমে যায়। ২২ ওভার খেলে সান আলির অপরাজিত ১৯ এবং অধিনায়ক শুভজিৎ দাসের ১৪ রানের সুবাদে তারা ৯০ রান সংগ্রহ করে। সদর এ-র সাহিন জামান চৌধুরী তিনটি এবং বিশ্বজিৎ বিশ্বাস, মিমন দাস ও রাহুল দেবনাথ প্রত্যেকে দুইটি করে উইকেট পেয়েছে। শাহিন পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।
মোহনপুর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রুপের অপর খেলায় খোয়াই ৭ উইকেটের ব্যবধানে তেলিয়ামুড়াকে পরাজিত করে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। সকাল সাড়ে নটায় ম্যাচ শুরুতে টস জিতে খোয়াই প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তেলিয়ামুড়া ৩০.৫ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে নবজিৎ কর অপরাজিত থেকে সর্বাধিক ৩৯ রান পায়। খোয়াইয়ের বিশাল সূত্রধর বোলিংয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে ৩৪ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করে। প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও যায় তার দখলে। জবাবে ব্যাট করতে নেমে খোয়াই ২৪.৫ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শুভজিৎ পালের অপরাজিত অর্ধশতক এবং ওপেনার পাপন আচার্যের ২৭ রান দলকে দ্রুত জয় এনে দেয়। শুভজিৎ ৬৮ বল খেলে নটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫২ রানে অপরাজিত থাকে। তেলিয়ামুড়ার পংকজ দাস, শান্তনু দাস ও দিব্যজিত দাস প্রত্যেক একটি করে উইকেট পেয়েছে।

